বর্ধমানের তেলিপুকুর সুকান্তপল্লী দূর্গাপূজো উদ্বোধন করতে এলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব-সভাপতি সায়নী ঘোষ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ১৭.অক্টোবর :: সোমবার রাতে বর্ধমানের তেলিপুকুর সুকান্তপল্লী দূর্গাপূজো উদ্বোধন করতে এলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব-সভাপতি সায়নী ঘোষ। এই পূজো পূর্ব বর্ধমান জেলা যুব-সভাপতি রাসবিহারী হালদারের পূজো বলেই সকলে জানে। পর পর দুবছর এই পূজো উদ্বোধনে এলেন সায়নী।

উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পুলিশ সুপার আমনদীপ, জেলার কয়েকজন বিধায়ক সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দূর্গাপূজো উদ্বোধন নিয়ে সায়নী ঘোষ কটাক্ষ করে বলেন, ভোট পাওয়ার জন্য এরা বলেছিল রাজ্যের দূর্গাপূজো হয় না, সরস্বতী হয় না, কিন্তু তারাই রাজ্য আসছে দূর্গাপূজো উদ্বোধন করতে।

পশ্চিমবঙ্গে বিজেপি বহিরাগত ছিলো, বহিরাগতই থাকবেন। বাংলায় আপনাদের স্বাগত, পূজোয় আসুন স্বপরিবারে আসুন, ২০২৪ যখন খেলা হবে বাংলার মানুষ তা ভালো করে বুঝিয়ে দেবে। সব শেষে তিনি বলেন আগে অভিনেত্রী ছিলাম, পরে নেত্রী হলাম, এখন সবাই আমায় গাযিকা বানিয়ে দিয়েছে। এই বলে জেলা যুব-সভাপতি রাসবিহারী হালদারের অনুরোধে একটি বাউল গান গাইলেন, “ও আমার নিতাই নিত গৌড়, একবার ভজরে নিতাই গৌর বলে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 6 =