নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ১৮,অক্টোবর :: আজ সকালে, ঠাকুরপুকুর থানার অন্তর্গত একজন অনিমেষ সিং নামের বছর ২৬ এর ব্যাক্তিকে এলআইসি বাজারের শশী ভূষণ ব্যানার্জি রোডে-এর কাছে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার বুকে ছুরির আঘাত পাওয়া গেছে।
 সিসিটিভি ফুটেজের প্রমাণের ভিত্তিতে একজন সন্দেহভাজন বছর ৩৪ এর ব্যাক্তি সুবল সরদার নামের তাকে আটক করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে এক ব্যক্তি স্কুটি চেপে যাওয়ার সময় এলআইসি মোড়ের কাছে ধারাল অস্ত্রের কোপ বসায় অনিমেষ সিং নামের বছর ২৬ এর এই ব্যাক্তিকে। বুকের বা দিকে আঘাত মিলেছে। এসএসকেএম আনা হলে মৃত বলে ঘোষণা করা হয়।
সিসিটিভি ফুটেজের প্রমাণের ভিত্তিতে একজন সন্দেহভাজন বছর ৩৪ এর ব্যাক্তি সুবল সরদার নামের তাকে আটক করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে এক ব্যক্তি স্কুটি চেপে যাওয়ার সময় এলআইসি মোড়ের কাছে ধারাল অস্ত্রের কোপ বসায় অনিমেষ সিং নামের বছর ২৬ এর এই ব্যাক্তিকে। বুকের বা দিকে আঘাত মিলেছে। এসএসকেএম আনা হলে মৃত বলে ঘোষণা করা হয়।

