নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১৮,অক্টোবর :: কেন্দ্রীয় স্মার্ট মিটারের বিরুদ্ধে বর্ধমানের সেহারা বাজার বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন কর্মসূচি সিপিআইএম নেতৃত্বের। স্মার্ট মিটারের মাধ্যমে সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে বলে দাবি তাদের। শুধু তাই নয় বিদ্যুতের বেসরকারিকরণ করছে কেন্দ্র সরকার অভিযোগ করছেন সিপিআইএম নেতৃত্ব।
তাতে মদদ দিচ্ছে তৃণমূল বলে অভিযোগ করছেন তারা। বুধবার কেন্দ্রীয় স্মার্ট মিটার বসানোর প্রতিবাদ জানিয়ে সেহারা বাজার বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দিল সিপিআইএম নেতৃত্ব। এমনিতেই বর্তমানে এক ইউনিট ১১ টাকা হিসেবে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। স্মার্ট মিটার চালু হলে গ্রাহকদের অসুবিধার মধ্যে পড়তে হবে বলে মনে করছেন আন্দোলনকারীরা।
এদিন সিপিআইএম এর পক্ষ থেকে একটি মিছিল করে সেহারা বাজার বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দেন সিপিআইএম নেতৃত্ব । তারপর পথসভার আয়োজন করা হয়। এই পথসভা থেকে স্মার্ট মিটার নিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করেন সিপিআইএম নেতৃত্ব।