স্পোর্টস ডেস্ক :: সংবাদ প্রবাহ :: সজল দাশগুপ্ত :: শুক্রবার ২০,অক্টোবর :: ক্রিকেটের প্রতি তার আবেগকেই অনেকে সেটাকে ঔদ্ধত্য বলে মনে করতো। খেলার প্রতি তাঁর দুর্দান্ত প্যাশন বা আগ্রাসন, যাকে একটা সময় দুর্জনেরা অ-ক্রিকেটীয় মনোভাবাপন্ন, বদমেজাজি আখ্যা দিয়েছিল। সাময়িক অফফর্মের কারণে প্রকাশ্যেই তাঁকে নিয়ে সমালোচনা করতে দ্বিধা করেন নি অনেকেই।
কিন্তু তিনি “কিং কোহলি”। কোনো সমালোচনাকেই পরোয়া করেন না। নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন। সাময়িক অফ ফর্মকে তুড়ি দিয়ে সরিয়ে আবার স্বমহিমায়। প্রমাণ করে দিয়েছেন সব ধরনের ফরমেটেই বর্তমান প্রজন্মে তিনিই সেরা। এদিন পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিকে সম্পুর্ন নতুন ভূমিকায় দেখা গেল।
ম্যাচে তখন বেশ কিছুটা জাঁকিয়ে বসেছে বাংলাদেশ। সেই সময় বল করতে এলেন হার্দিক পান্ডেয়া। নিজের প্রথম ওভারের তিনটি বল করবার পরেই এঙ্কেল ইনজুরি , মাঠ ছাড়তে বাধ্য হন হার্দিক। বাকি তিনটি বল কে করবেন? এই নিয়ে যখন অনেক আলোচনা চলছে, এলেন টিমম্যান বিরাট কোহলি। গোটা স্টেডিয়াম উল্লাসে গর্জে উঠলো। বল করছেন কোহলি।মাঠে উপস্থিত সকল দর্শক উপভোগ করলেন।