নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২০,অক্টোবর :: দীর্ঘ দিন অপেক্ষা , স্বপ্ন পূরণ কাজিবুরে। জেনে নেওয়া যাক কাজিবুরের সম্পর্কে। কাজীবুর হলেন একজন পেশায় দলিল লেখক । নিবাস বীরভূমের রামপুরহাট। কাজীবুর রহমান দলিল লেখার সাথে সঙ্গীত শিল্পী ।এলাকায় বিভিন্ন ছোট বড় অনুষ্ঠানে ডাক পান । বাড়িতে রয়েছে গান বাজনার সমস্ত সরঞ্জাম।
তার চেহারার সঙ্গে সঙ্গীত জগতের বিখ্যাত গায়ক কুমার শানুর চেহারার মিল রেয়েছে । তাই তিনি জুনিয়র কুমার শানু নামে পরিচিত তার নিজের এলকায়। কুমার শানুর ও কিশোর কুমারের গান গাইতে ভালো বাসেন কাজীবুর। কাজীবুরের দীর্ঘ দিনের স্বপ্ন ছিলো কুমার শানুর সাথে দেখা করবেন, ও এক মঞ্চে গান গাওয়া।
কিন্তু কোনো কিনারা পাচ্ছিলেন না তিনি। কি ভাবে দেখা হবে ? হটাৎ এক অডিশন এর মাধ্যমে ভারতের সবথেকে বড় প্ল্যাটফর্ম ইন্ডিয়ান আইডলে চান্স পেয়ে যান। আর তার পরেই শুধু কুমার শানু নয় ,বরং মঞ্চে বিশাল ,শ্রেয়া ঘোষাল ও কুমার শানুর সামনে গান গাইবার সুযোগ পেলেন।
কুমার শানু কে জড়িয়ে ধরে রীতিমত কেঁদে ফেললেন কাজীবুর রহমান। তার গান শুনবার পরে আনন্দে মেতে ওঠেন ইন্ডিয়ান আইডলের জাজ রাও। অবশেষে কুমার শানু তার সাথে একই কন্ঠে দুজনে গান করেন ।এরপর তাকে তার গানের মাইক্রোফোনে স্বাক্ষর করে দেন। খুশিতে ভরে ওঠেন কাজীবুর রহমান ও তার পরিবারের সদস্যরা।