নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ২১,অক্টোবর :: পরাধীন ভারতে এমন এক ২১ অক্টোবর কোনও সপ্তমী হয়তো ছিলো না। কিন্তু এমন এক উৎসব ছিল, গোটা দেশবাসী যা নিয়ে সেদিন সেভাবে কিছুই জানতো না। সিঙ্গাপুরে ভারতের অস্থায়ী সরকারের ঘোষণা করেছিলেন বাংলার এক বাঘ সুভাষ চন্দ্র বসু। হুংকার তুলেছিলেন “দিল্লি চলো’। নতুন দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন এই মানুষটি আজকের দিনেই। “আজাদ হিন্দ সরকার”।
ব্যাংক, বেতার, মুদ্রা, মন্ত্রিসভা, সেনাবাহিনী, কমান্ডার। কী ছিলো না সেই সরকারের? একটা বিশ্বযুদ্ধের মাঝে দাঁড়িয়েও, দেশকে স্বাধীন করার স্বপ্ন নিয়ে, যে বিক্রম গাথা এই মানুষটি লিখে গিয়েছেন তা আজকের সময় দাঁড়িয়ে অনেকের রূপকথা ছাড়া আর কিছুই মনে হবে না। তোমার মত সাহস ও স্বার্থত্যাগ আজকের দিনে বিরল। কিন্তু বিনিময়ে চরম অপমান ছাড়া দেশ তোমাকে কিচ্ছু ফিরিয়ে দেয়নি।