সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নামখানা: :: রবিবার ২২,অক্টোবর :: কলকাতার নামিদামি পুজো মণ্ডপ গুলিতে এবার দেখা দিচ্ছে নামখানার একটি পুজো মণ্ডপ। নামখানা বাজার ব্যবসায়ী সমিতির দুর্গা পূজা এবছর ৭৮ তম বর্ষে পদার্পণ করেছে । এবছরে ভাবনা দ্বীপের আলোয় আলোকিত দশ রূপে ত্রিনয়নী দশভূজা।এই পূজা মন্ডপে ফুটিয়ে তোলা হয়েছে মা দুর্গার দশটি রূপ।
এই মন্ডপ সজ্জায় ব্যাবহার করা হয়েছে বাংলার হারিয়ে যাওয়া তাঁত শিল্প। তাল পাখা ও বিভিন্ন মাংগোলিক ঘট। মন্ডপে তেরাকোটার হাতের কাজ। মন্ডপের অন্যতম আকর্ষণ বালুর ভাস্কর্য।এই বিষয় নামখানা বাজার দুর্গোৎসব পূজা কমিটির সম্পাদক সমীর দাস জানান, আমাদের প্রয়াস দ্বীপের আলোয় আলোকিত দশ রূপে ত্রিনয়নী দশভূজা।
আমরা দেখেছি মানে কলকাতার বড় বড় নামি দামি দুর্গোৎসব পূজা কমিটি নাম জড়িত থাকে। কিন্তু জেলার প্রান্তিক এলাকায় বসে কলকাতার বিভিন্ন থিম বা চোখ ধাঁধান আলোর যে জৌলুস সেই জৌলুস আমরা ফুটিয়ে তুলেছি । মানুষের ঢল নেমেছে এই পূজা মন্ডপে আমাদের ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষের।