নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: রবিবার ২২,অক্টোবর :: আজ অষ্টমী। সকাল থেকেই শুরু দেবী পুজোর প্রস্তুতি। বাগবাজার সর্বজনীনে চলছে পুজোর আয়োজন। কলকাতার এই প্রাচীন পুজো শতবর্ষ পেরিয়েছে।
এবার ১০৫ বছরে পা দিল বাগবাজার সর্বজনীনের পুজো। অনেকদিন ধরেই কলকাতার নানা নামকরা পুজো থিম পুজোয় মেতেছে। হাতেগোনা যে কয়েকটি বারোয়ারি পুজো এখনও সাবেকি পুজো করে আসছে। এটি সেগুলির মধ্যেই একটি। থিমের জোয়ারে গা না ভাসিয়ে, সাবেকি মেজাজ আঁকড়ে রয়েছে উত্তর কলকাতার এই পুজো। বরাবরের মতো এবারও প্রতিমার ডাকের সাজ।
সকালে আরতি শুরু হয়েছে বাগবাজার সর্বজনীনের পুজোয়। পঞ্জিকা, তিথি-নক্ষত্র মেনে কঠোর নিয়মে দেবী আরাধনা হয় এখানে। অঞ্জলি দেওয়ার জন্য ভিড় করেছেন দর্শনার্থীরা।