সুরুচি সংঘ ::: কোণে কোণে লুকিয়ে থাকা শিল্পকে তুলে এনেই তাদের এ বছরের থিম ‘মা তোর একই অঙ্গে এত রূপ ৷

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: রবিবার ২২,অক্টোবর :: নিউ আলিপুরের সুরুচি সংঘ কলকাতার পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম । এবার এই পুজো ৭০ তম বর্ষে পদার্পণ করল। পশ্চিমবঙ্গের কোণে কোণে লুকিয়ে থাকা শিল্পকে তুলে এনেই তাদের এ বছরের থিম ‘মা তোর একই অঙ্গে এত রূপ ৷ ‘সুরুচি সংঘের মণ্ডপে মিলবে বাংলার বিভিন্ন শিল্পের পরিচয়।

বিভিন্ন এলাকার হস্তশিল্প ব্যবহৃত হয়েছে মণ্ডপসজ্জায় সঙ্গে সম্পূর্ণ মণ্ডপে রয়েছে সুতোর কাজ । রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার ভাবনায় গড়ে উঠেছে মণ্ডপ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুরুচি সংঘের থিম সং লিখেছেন। এই বছর সুরুচি সংঘ এর পুজো পরিবেশবান্ধব দাবি উদ্যোক্তা দের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =