সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলপি :: রবিবার ২২,অক্টোবর :: বিশ্বের সবচেয়ে বড় মন্দির মায়াপুর ইসকন মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। সেই মায়াপুর ইসকনের মন্দিরের আদলে মন্ডপ তৈরি করল কুলপি থানা সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি। এবছর ৭৫ তম বর্ষে পদার্পণ করেছে কুলপি থানা অধিবাসীবৃন্দ সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি।
চোখ ধাঁধানো আলোকসজ্জা আর সাবে গিয়ে আনার ছোঁয়াতে কার্যত এক টুকরো ইসকন হয়ে গিয়েছে কুলপি থানার অধিবাসী বৃন্দ সার্বজনীন দুর্গোৎসবের পূজা মন্ডপ। চোখ ধাঁধানো আলোকসজ্জাতে মোহিত হয়ে যাচ্ছে দর্শনার্থীরা। অষ্টমীর সন্ধ্যায় উপচে পড়েছে ভিড়।
এ বিষয়ে পুজো কমিটির সদস্য সৌরভ সাহা তিনি বলেন, এ বছর আমরা বিশ্বশান্তির বার্তা নিয়ে হাজির হয়েছি। চারিদিকে যুদ্ধ হচ্ছে এবং কত মানুষ মারা যাচ্ছে বিশ্বশান্তির বার্তা নিয়ে আমরা এবছর বিশ্বের সবচেয়ে বড় মন্দির মায়াপুর ইসকন মন্দিরে আদলে মণ্ডপ তৈরি করেছি। কলকাতায় যে সকল বড় বড় পূজো উৎসব কমিটিগুলো রয়েছে সেই সকল পুজো উৎসব কমিটি গুলিকে ইতিমধ্যে টেক্কা দিচ্ছে জেলা।