সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার : :: সোমবার ২৩,অক্টোবর :: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আর নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে ভারী বৃষ্টি। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝড়ো হাওয়ার দাপট।
উৎসবের আবহেও কোথায় যেন বিষাদের ছায়া! এই তো সবে পুজো শুরু হল, তারই মধ্যে বিদায়লগ্ন এসে হাজির। নবমীর দুপুরে আকাশ ঢেকে গেল কালো মেঘে। বেলা গড়াতেই শুরু হল ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে উপকূল তীরবর্তী এলাকাগুলিতে ঝড়ো হওয়ার দাপট।
দমকা হাওয়াতে ডায়মন্ড হারবার এলাকার অতি পরিচিত প্রাচীন একটি পূজা মন্ডপের মন্ডপ হেলে গিয়েছে। প্রকৃতির রোষের কারণে মাথায় হাত পড়ল পূজো উদ্যোক্তাদের। ডায়মন্ড হারবার অগ্রণী ক্লাবের দুর্গাপুজো এ বছর ৭৮ তম বর্ষে পদার্পণ করেছে। সেই মন্ডপ নিম্নচাপ ও দমকা হাওয়ার কারণে হেলে গিয়েছে।