কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৪,অক্টোবর :: বছরভর অপেক্ষার পর দুর্গাপূজার চার দিন আনন্দ উল্লাসে মেতে উঠেছিল আপামর বাঙালি। অবশেষে উৎসব শেষে বিষাদ। চোখের জলে মাকে এক বছরের জন্য বিদায় জানালো বাঙালি।
বিজয় দশমীর সকাল থেকে মালদা শহরের বারোয়ারি দুর্গা প্রতিমাগুলি নিরঞ্জন শুরু হয়েছে। মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাটে মহানন্দা নদীতে চলছে নিরঞ্জন। এই মর্মে ইংলিশবাজার পৌরসভার পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে মহানন্দা মিশন ঘাটে। তবে আজ বারোয়ারি দুর্গা প্রতিমা গুলি নিরঞ্জন করা হলেও শহরের বিগ বাজেটের পুজো গুলির প্রতিমা এখনই নিরঞ্জন নয়।