নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: বৃহস্পতিবার ২৬,অক্টোবর :: নদিয়ার চাপড়া থানার বড় আন্দুলিয়ায় ফাঁকা চাষের জমি থেকে উদ্ধার সকেট বোমা। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে চাষের জমিতে জল দিতে যায় বড় আন্দুলিয়ার বাসিন্দা মুজিবর মণ্ডল। চাষের জমিতে পাতা পরিস্কার করা সময় একটি নাইলন ব্যাগ দেখতে পায় সে।
কাছে গিয়েই দেখে ব্যাগের ভিতরে সকেট বোমা রয়ছে। সাথে সাথে গ্রামের পঞ্চায়েত সদস্যকে খবর দিলে খবর দেওয়া হয় চাপড়া থানায়।ঘটনাস্থলে আসে চাপড়া থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ এসে সকেট বোমাগুলিকে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাগের ভেতরে ছটি সকেট বোমা রাখা ছিল।
পুলিশের প্রাথমিক অনুমান, চাপড়া থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। তাই পুলিশের হাত থেকে বাঁচতে এই বোমাগুলোকে ফাঁকা মাঠের পরিত্যক্ত জায়গায় কেউ রেখে যেতে পারে। ইতিমধ্যেই বোমাগুলোকে উদ্ধার করেছে চাপড়া থানার পুলিশ। বোমাগুলোকে উদ্ধারের পাশাপাশি তদন্ত ও শুরু করেছে পুলিশ।