কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৬,অক্টোবর :: ফুলহর নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়লো ৪ ফিটের একটি ঘড়িয়াল। রবিবার ঘটনাটি ঘটেছে রতুয়া থানার কাহালা এলাকায়। এক নজরে ঘড়িয়ালটিকে দেখতে ভিড় জমে স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ফুলহর নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন কাহালা সূর্যাপুর এলাকার অসিত মহালদার। তার জালে ধরা পড়ে প্রায় ৪ ফিটের একটি ঘড়িয়াল শাবক । সেই ঘড়িয়ালকে দেখতে ভিড় জমায় স্থানীয়রা। প্রথমে অনেকের ধারণা কুমির বলে মনে হয়।
খবর এলাকায় চাওর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর দেওয়া হয় রতুয়া থানা ও বনদপ্তর বিভাগে। এদিন রতুয়া থানার এ এস আই মুকলেসুর রহমান ও এসআই রেজাউল করিম ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে ঘড়িয়াল শাবকটিকে উদ্ধার করে নিয়ে আসেন রতুয়া থানায়।এরপর ঘড়িয়াল শাবকটিকে বনদপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।