মা বোনেদের লক্ষ্ণীর ভান্ডারের টাকাতেই দিনের আলো দেখেছে বিরাট প্রতিমা। ঠিকানা বীরভূমের পুরন্দরপুরের আদিরে পাড়া। উদ্যোক্তা পুরন্দরপুর বিধান স্মৃতি সঙ্ঘ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম  :: রবিবার ২৯,অক্টোবর :: ২৫ ফুটের লক্ষ্ণী – তাক লাগাবে সকলকে। চমক আছে আরও। ওই লক্ষ্ণীপুজোর রসদ ‘লক্ষ্ণীর ভান্ডার’। মা বোনেদের লক্ষ্ণীর ভান্ডারের টাকাতেই দিনের আলো দেখেছে বিরাট প্রতিমা। ঠিকানা বীরভূমের পুরন্দরপুরের আদিরে পাড়া। উদ্যোক্তা পুরন্দরপুর বিধান স্মৃতি সঙ্ঘ।

গ্রামের গৃহবধূদের স্বেচ্ছায় দান করা একমাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েই এবার পুজোর আয়োজন করতে চলেছে তারা। এবছর ২৫ ফুটের সুবিশাল লক্ষ্মী প্রতিমা নির্মানের মধ্য দিয়ে পাড়ার লক্ষ্মীপুজোকে আশেপাশের গ্রামের মানুষদের কাছে আরো বেশি আকর্ষণীয় করে তুলতেই এমন উদ্যোগ বলে দাবি আয়োজকদের।

শনিবার এই লক্ষ্মীপূজো উদ্বোধনে আসেন জেলা সভাপতি কাজল শেখ, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম সহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধিদের। অন্যতম উদ্যোক্তা চন্দন সাহা বলেন, “গত ৩৬ বছর ধরে ক্লাবের তরফ থেকে আমরা লক্ষ্মীপুজোর আয়োজন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 4 =