নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৯,অক্টোবর :: দুর্ঘটনার কবলে মালদার ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি। বিধায়ক এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের কথা তুলে ধরেছেন। জানা যায় বিধায়ক মানিকচকে দলীয় কর্মীদের সাথে বিজয়া সেরে ফিরছিলেন। মিল্কির খাসখোল এলাকায় বিধায়কের গাড়িতে ধাক্কা মারে মোটরবাইক।
ওই মোটর বাইকে চারজন আরোহী ছিলেন ঘটনাটি ঘটে রাত প্রায় এগারোটা নাগাদ। ঘটনায় বিধায়কের গাড়ির পেছনের কাচ ভেঙে যায়।হাতে চোট পান শ্রীরূপা মিত্র চৌধুরী।বিধায়কের দাবি, ইচ্ছাকৃতভাবেই তাঁর গাড়িতে ধাক্কা মারেন চার যুবক। কোনরকম প্ররোচনা ছাড়া যেভাবে তীব্র বেগে গাড়ি ছুটিয়ে এনে সুপরিকল্পিতভাবে ওয়াই প্লাস ক্যাটেগরীর নিরাপত্তা থাকা সত্বেও প্রাণঘাতী হামলা চালানো হলো, তা অত্যন্ত নিন্দনীয বলে তিনি জানান।
নমন রাহমান নামে এক এক তৃণমূল কর্মীর নামে মিল্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়েছে। শাসকদলের ওই কর্মী-সহ ২ জনকে আটক করেছে পুলিশ। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি একটি নিছক দুর্ঘটনা একে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে।