ডায়মন্ড হারবারে ঘুরতে নিয়ে এসে স্ত্রীকে এসিড হামলা অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: বুধবার ১,নভেম্বর :: বিবাহ বহির্ভূত সম্পর্কের টানা পড়েনের জেরে প্রকাশ্য দিবালোকে স্ত্রীএর ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের রবীন্দ্রনগরের কাছে হুগলি নদীর তীরে। অ্যাসিড হামলায় গুরুতর আহত হয়েছেন বছর ৩৬ এর গৃহবধূ।

স্থানীয় এলাকাবাসীরা গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার পুলিশও। এরপর মুহূর্তের মধ্যে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। অভিযুক্তর নাম শাহরুখ শেখ।

এর পাশাপশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে এসিডের বোতল। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনা ঘটার সময় হুগলি নদীর তীরে পর্যটকদেরও ভিড় ছিল। আচমকা এক মহিলার চিৎকার শুনতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা দৌড়ে গিয়ে দেখতে পান, হুগলির নদীর তীরে ১১৭ নম্বর জাতীয় সড়কের ফুটপাতে ওপর পড়ে এক মহিলা ছটফট করছেন।

জানা গিয়েছে, ওই মহিলার বাবার বাড়ি মুর্শিদাবাদে। তাঁর সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা শেখ শাহরুখের বিয়ে হয়েছিল কয়েক বছর আগে। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে।কিন্তু নিত্য অশান্তিতে বিরক্ত হয়ে ওই গৃহবধূ অন্যত্র থাকছিলেন। এদিন ছেলেকে নিয়ে ডায়মন্ড হারবারে ঘুরতে গিয়েছিলেন ওই মহিলা। তখনই তাঁর পিছু নেন স্বামী শাহরুখ।

এরপরই আচমকাই ফাঁকা জায়গায় তাঁকে লক্ষ্য করে কার্বোলিক অ্যাসিড ছুড়ে মারেন বলে অভিযোগ।এই বিষয় ডায়মন্ড হারবার মহকুমার এসডিপিও মিতুন কুমার দে জানান, সম্পর্কের টানা পড়েনের জেরে শারুখক তার স্ত্রী ও তার সন্তানকে ডায়মন্ড হারবার হুগলী নদীর তীরে নিয়ে আসে এবং অ্যাসিড দিয়ে হামলা করে আর এই অ্যাসিড হামলায় জখম হয় শাহরুখ। দুজনকেই ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে নিজের দোষ কবুল করে শাহরুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =