সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১,নভেম্বর :: মাঝে আর কয়েকদিন, তারপরে রয়েছে আলোর উৎসব দীপাবলি, শ্রী শ্রী শ্যামা পুজো। দীপাবলি ও শ্যামা পুজো উৎসবকে ঘিরে শিলিগুড়িতে সাজো সাজো রব। বিভিন্ন পুজো কমিটিগুলি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।
শিলিগুড়ির বিধান রোড, এছাড়া আরো অন্যান্য স্থানগুলি দীপাবলি ও শ্যামা পূজা উপলক্ষে আলোর রোশনাই দিয়ে সেজে উঠেছে। দীপাবলির আগের দিন হয় ১৪ প্রদীপ জালানো হয় গৃহস্থ বাড়িগুলিতে। এই সময় প্রদীপের চাহিদা যথেষ্ট থাকে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রদীপ বিক্রেতাদের। শিলিগুড়িতে কালীপুজো দীপাবলির সময় ব্যবসা-বাণিজ্যের যথেষ্ট শ্রী বৃদ্ধি ঘটে।
ব্যবসায়ীরা এবারও আশা করছেন শহরে ভালো ব্যবসা হবে। দূর্গা পূজার প্রাক্কালে সিকিমের ভয়ানক প্রাকৃতিক বিপর্যয় শিলিগুড়িতে ব্যবসার যথেষ্ট ক্ষতি করেছিল। ধীরে ধীরে আবার স্বাভাবিক হচ্ছে সিকিম। পাহাড় থেকে সমতলে জিনিসপত্র কিনতে আসছেন অনেকে।
কালী পুজো দীপাবলীর সময় ফুলেরও যথেষ্ট চাহিদা থাকে, ফুল ব্যবসায়ী সহ আরো বিভিন্ন ব্যবসায়ীরা এই বিশেষ দিনগুলির জন্য অপেক্ষা করে থাকেন। এবার ও সকলে আশা রয়েছে কালীপুজোর প্রাক্কালে ভালোই ব্যবসা হবে। সব মিলিয়ে কালীপুজোর আগে জমে উঠেছে শিলিগুড়ির বাজার।