নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খাতড়া(বাঁকুড়া) :: বুধবার ১,নভেম্বর :: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ হতে না হতেই কালীপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিশেষত, বাঁকুড়ার খাতড়া ব্লকের হাজামডিহি গিরিধারী ক্লাবের এবছরের থিম করে বিগ বাজেটের কালীপুজো নজরকাড়া।
আজ বুধবার খাতড়ার হাজামডিহি গিরিধারী ক্লাবের কালীপুজোর খুঁটি পুজোর মাধ্যমে ইতিমধ্যে মন্ডপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। গত কয়েক বছরের মতো এবছরও নজরকাড়া থিম নিয়ে আসছে খাতড়ার হাজামডিহি গিরিধারী ক্লাব। এই কালীপুজোর মূল আকর্ষণ ছোটো দের জন্য এবারের থিম ” আলিবাবা চল্লিশ চোর “। চিচং ফাঁক থেকে চিচিং বনধ সমস্ত দৃশ্য মডেলের মাধ্যমে তুলে ধরা হবে।
পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি করা হবে এই মন্ডপ।ফলে এবারও দর্শনার্থীদের ভিড় হবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। আয়োজকদের তরফে জানানো হয়েছে, এবছর তাদের ৩০ তম বর্ষে পড়ল এই পুজো । বাজেট প্রায় ৪ লক্ষ্য টাকা। পুজোর কদিন থাকছে বিভিন্ন স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান , এলাকার দুঃস্থদের বস্ত্র বিতরণ ও কলকাতার সামাজিক যাত্রাপালার আয়োজন।