নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বুধবার ১,নভেম্বর :: রিলায়েন্স ফাউন্ডেশনের কর্ণধার নিতা আম্বানির জন্মদিনে খাদ্য সামগ্রী বিতরণ করা হল বীরভূমের মল্লারপুরে। স্বেচ্ছাসেবী সংস্থা নঈসুভার অফিস থেকে সংস্থার পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। রিলায়েন্স ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট ম্যানেজার বিজয় সাহা জানান, ম্যাডামের জন্মদিনে প্রতিবছর দুঃস্থ মানুষদের পাশে থাকে সংস্থা। এবারও তার ব্যতিক্রম হয়নি।
এবার জেলার লাভপুর, মল্লারপুরে ৭০০ জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। নঈসুভার সম্পাদক সাধন সিনহা বলেন, “সংস্থার পক্ষ থেকে প্রতিবছর আমাদের মাধ্যমে দুঃস্থ আদিবাসীদের মধ্যে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীতে রয়েছে চাল, ডাল, তেল, লবণ রান্নার সমস্ত মশলা দেওয়া হয়েছে। এছাড়া মল্লারপুর হাসপাতালের রোগী এবং মালঞ্চি গ্রামের আদিবাসীদের মধ্যে মোট সাড়ে চারশো মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল।