সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২,নভেম্বর :: আসন্ন ছট্ পুজো, কালীপুজো দীপাবলীর পরেই রয়েছে ছট পুজো। ছট পুজো যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় এই লক্ষ্যে শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত ১,২,৩,৪৫ এবং ৪৭ নং ওয়ার্ডের বিভিন্ন ছট্ ঘাট আজ পরিদর্শন করলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব।
শিলিগুড়িতে ছট পুজোর যথেষ্ট খ্যাতি রয়েছে, প্রতিবছর ধুমধাম করে মহানন্দা সহ আরো অন্যান্য নদীর ঘাট গুলিতে ছট পুজোর আয়োজন করা হয়ে থাকে। এই বছরও ছট পুজোর আয়োজন করা হবে। কালী পুজো দীপাবলি সমাপ্ত হবার পরেই রয়েছে ছট পুজো। ছট পুজোকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
এদিন মেয়র গৌতম দেব ১,২,৩,৪,৫,৪৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ছট গুলি পরিদর্শন করেন। ছট পুজো যাতে সুসম্পন্ন হয়, সেই যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করেন মেয়র গৌতম দেব।