রোদ ঝলমল দিনে ঘুমন্ত বুদ্ধর দর্শন ,খুশি পর্যটকরা


সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২,নভেম্বর ::
পুজো দিয়ে উত্তরবঙ্গে পর্যটন মরশুমের সূচনা হয়। আবহাওয়া দুর্দান্ত উত্তরবঙ্গের সব জায়গায়, বিশেষ করে পাহাড়ে আবহাওয়া আরো মনোরম। আক্ষরিক অর্থে উত্তরবঙ্গ এখন রোদ্রউজ্জল দিনের মধ্য দিয়ে যাচ্ছে। দার্জিলিং কালিম্পং এ বেড়াতে গিয়ে পর্যটকরা দুর্দান্ত খুশি।

কারণ ঘুম থেকে উঠেই দেখা মিলছে ঘুমন্ত বুদ্ধ ওরফে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার। এই ঘুমন্ত বুদ্ধর দর্শনের টানে দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক পাহাড়ে পাড়ি দেন। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি পাহাড়ে পর্যটকদের আনাগোনা বেড়ে গিয়েছে। দার্জিলিং এর বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই পর্যটকদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে।

দার্জিলিঙে বেড়াতে গিয়ে ঘুমন্ত বুদ্ধর দর্শন পেয়ে খুশি পর্যটক মহল। বর্ষাও বিদায় নিয়েছে, গরমও খুব একটা নেই সকালের দিকে শীত শীত ভাব সব মিলিয়ে দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশ অনুভব করছেন পর্যটক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + fourteen =