সাত ফুট লম্বা কাল কেউটে মাছ ধরার জালে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবার ২,নভেম্বর :: সুন্দরবন জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয় বিষধর কাল কেউটে উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রামে ঘটনা। মাছ ধরার জন্য মেছো ঘেরিতে জাল পেতে ছিল, আর সেখানে আজ সকাল ১০টা, নাগাদ মৎস্যজীবী নজরুল ইসলামসর্দারের জালে ধরা দিয়েছে সাত ফুটের বিষধর কাল কেউটে।

ম্যত্সজীবিদের প্রাথমিক অনুমান এই বিষধর সাপগুলো লোকালয় আসছে কেবলমাত্র খাবারের সন্ধানে। ইতিমধ্যে জঙ্গলে খাবার অভাব দেখা দিয়েছে যার কারণে লোকালয়ে এসে ছোট মাছ মুরগি হাঁস খেয়ে সবাড় করে দিচ্ছে। হিঙ্গলগঞ্জ ব্লকের স্বরূপকাঠি ও মামুদপুরে দুটি বিষধর সাপ ধরা পড়ে এ ছাড়াও সন্দেশখালি সহ বিভিন্ন ব্লক গত তিন দিনে চারটি বিষধর সাপ উদ্ধার করেছে বনদপ্তর।

গত ১ মাস ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব বেড়েছে আতঙ্কিত গ্রামবাসীরা। আজ রামনগর গ্রাম থেকে বসিরহাট বনদপ্তরের কর্মীরা গিয়ে খাঁচা কেচার জাল নিয়ে সাপটিকে উদ্ধার করে বনদপ্তরে এনেছেন ।এটাকে চিকিৎসা করে সুস্থ স্বাভাবিকভ হলে আবার জঙ্গলে ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + four =