কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২,নভেম্বর :: জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগ এবং মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সহযোগিতায় আনুষ্ঠানিক উদ্বোধন হলো বাজি বাজারের। বুধবার সন্ধ্যায় ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অস্থায়ী বাজি বাজারের।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়ালা, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্য আধিকারিক ও ব্যবসায়ীরা।
এদিন সন্ধ্যায় মালদা শহরের বি এল আর ও অফিস সংলগ্ন ময়দানে বাজি বাজারের আয়োজন করা হয়। জেলাশাসক জানিয়েছেন, নিরাপত্তার কারণে মালদা কলেজ ময়দান থেকে অস্থায়ী বাজি বাজার স্থানান্তর করা হয়েছে বি এল আর ও অফিস পার্শ্ববর্তী ময়দানে। ৪১ টি স্টল থাকবে বাজি বাজারে। বারকোড দেওয়া গ্রীন ক্রেকার বাজি বিক্রি হবে বাজারে। ছট পূজা পর্যন্ত চলবে বাজি বাজার। সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকবে বাজার।