বাসি খিচুড়ি প্রসাদ খেয়ে অসুস্থদের চিকিৎসা চলছে : কয়েক জনের মৃত্যুর কারণে রাজনগর এলাকার মানুষ শোকাচ্ছন্ন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজনগর :: শুক্রবার ৩,নভেম্বর :: ‌‌বাসি খিচুড়ি প্রসাদ খেয়ে রাজনগর থানার ছোটবাজার ও মালিপাড়ার বেশ কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পড়েন৷ পুরুষ মহিলাদের পাশাপাশি তাঁদের মধ্যে শিশুও রয়েছে বলে জানা গিয়েছে৷ ইতিমধ্যে একজন শিশু সহ মোট তিনজনের মৃত্যু ঘটেছে বলে সংবাদ সূত্রে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে৷

অসুস্থদের প্রথমে রাজনগর ব্লক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ও পরে সিউড়ি হাসপাতালে রেফার করা হয়৷ তাঁদের মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ৷ প্রায় ২০ জন রোগী এখন সিউড়িতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে৷ উল্লেখ্য, রাজনগর থানার ছোটবাজারের এক ব্যক্তি ও এক শিশুর মৃত্যু ঘটে৷ সাধু বাগদি নামে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে৷

কেউ বলেন খিচুড়ি প্রসাদ খেয়ে তাঁর মৃত্যু হয়েছে৷ কেউ বলেন অন্য রোগে আক্রান্ত হয়ে৷ শিশুটি এবং ওই ব্যক্তি একই পরিবারের৷ শিশুর দাদু তিনি৷ ফলে এমন মৃত্যুতে চাঞ্চল্য ও অাতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ অন্যদিকে রাজনগর মালিপাড়ার পেশায় ফটোগ্রাফার ও একটি স্টুডিওর মালিক সুশান্ত ওরফে মুকুল মালাকার অসুস্থ হয়ে সিউড়ি হাসপাতালে ভর্তি ছিলেন৷ গতকাল তাঁর মৃত্যু ঘটে৷

আজ বৃহস্পতিবার তাঁকে দাহ করার উদ্দেশ্যে বক্রেশ্বর শ্মশানে নিয়ে যাওয়া হয়৷ শোক স্তব্ধ এলাকাবাসী৷ বিষয়টি নিয়ে জেলা জুড়ে হৈচৈ শুরু হয়েছে৷ জেলা প্রশাসনের কর্তারা হাসপাতালে গিয়ে খোঁজ নেন৷ সংশ্লিষ্ট গ্রামে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরাও যান৷ ঠিক কি কারণে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + twelve =