নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাগনান :: শনিবার ৪,নভেম্বর :: নোবেলজয়ী অমর্ত্য সেনের জন্মদিনে স্কুলের ছাত্র ছাত্রী দের সাথে নিয়ে বিশিষ্ট শিক্ষক, কবি, গায়ক ,গ্ৰামীন চিকিৎসক মধুসূদন বাগ ও পরিবেশ কর্মী ও বন্যপ্রাণী সংরক্ষক চিত্রক প্রামানিক কে চারাগাছ, নূতন বছরের ডাইরীও বিপ্লবী ক্ষুদিরাম বসুর বই দিয়ে সম্মানিত করলো সবুজ মনের সম্পাদক চন্দ্রনাথ বসু।
বাগনান যুবক বৃন্দ ক্লাবের সদস্য সুমন পাঠক ও সুনীত ধাড়া কে চারাগাছ দিয়ে চন্দ্রনাথ বসু বলেন, পরিবেশ বাঁচাতে চারাগাছ লাগাতে হবে। স্কুল ছুট ছাত্র কমবে দুপুরের খাবার দিলে। এটা নিজেদের চোখে আমরা দেখলাম ছাত্রদের দুপুরের খাবার খেয়ে কত খুশি। চিত্রশিল্পী সৈকত খাঁড়া স্কুল ছাত্রদের গাছ লাগানোর জন্য বলেন। সৌভিক মন্ডল ছাত্রদের হাতে চারা গাছ দেন।
সায়ন বেরা ও পৌলভি মিশ্র বলেন আমরা গর্বিত অমর্ত্য সেনের মতো মহান লোক আমাদের দেশে জন্মগ্ৰহন করেছেন। ড . সীমা রায় ধ্রুবব্রত দত্ত , রঞ্জনা গুহু ও মধুমিতা ধূত আজকে এই অনুষ্ঠান করার জন্য সাধুবাদ জানান। সবুজ মন বাংলা সাহিত্য পত্রিকা মানুষের মনে জমে থাকা কথা এই পত্রিকায় প্রকাশ করবে। সুষ্ঠু সমাজ গঠনের জন্য কলম ধরুন কবি, সাংবাদিক সাহিত্যিকদের কাছে এই আবেদন করেন ।