নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শনিবার ৪,নভেম্বর :: চলতি বিশ্বকাপ ক্রিকেটে দুরন্ত ফর্মে রোহিত ব্রিগেড, গ্রুপের সাতটি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচেই জয় লাভ করেছে তারা। ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত। গ্রুপ টেবিলে এক নম্বর জায়গায় রয়েছে ভারত, অপরদিকে ২ নম্বর জায়গায় অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। প্রসঙ্গত আগামী ৫ ই নভেম্বর ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।
এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট অনুরাগীদের উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। সেদিন রয়েছে বিরাট কোহলির ৩৫ তম জন্মদিন। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ যথেষ্ট লড়াকু হবে আশা রাখছেন ক্রিকেট অনুরাগীরা। প্রসঙ্গত দর্শকদের কথা মাথায় রেখেই মেট্রোরেলের তরফ থেকে জানানো হয়েছে সেই দিনে বাড়তি মেট্রো চলবে। যারা নিজস্ব যানবহন নিয়ে আসবেন তাদের ক্ষেত্রে বাড়ি ফিরতে কোন অসুবিধা হবে না।
তবে যারা গণ পরিববহনে আসবেন তাদের ক্ষেত্রে কিছুটা অসুবিধা, অনেকেই আবার খেলা শেষ হবার আগে বাড়ি ফেরার তাড়নায় মাঠ ছেড়ে থাকেন। তারা যাতে পুরো ম্যাচ দেখতে পারেন সেই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে মেট্রো রেল। মেট্রোরেলের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৫ই নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিন বাড়তি মেট্রো চলবে।
ইডেনের সংলগ্ন এসপ্ল্যানেড স্টেশন থেকে দক্ষিণেশ্বর উদ্দেশ্যে মেট্রো চলবে, রাত ১০:৪৫ মিনিটে চলবে মেট্রো। এছাড়া এসপ্ল্যানেড থেকে কবি সুভাষের উদ্দেশ্য ছাড়বে মেট্রো বলে জানা গেছে।