নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: শনিবার ৪,নভেম্বর :: নদিয়ার কৃষ্ণনগরের শ্রেষ্ঠ উৎসব জগদ্ধাত্রী পূজার বাকি হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। প্রতি বছরের মতো এই বছরেও ইতিমধ্যেই কৃষ্ণনগরের বিভিন্ন বারোয়ারি পূজা কমিটিগুলোতে পূজার প্রস্তুতি চলছে জোর কদমে।
কৃষ্ণনগরের শ্রী দুর্গা কলোনি, মংলা পাড়া বারোয়ারি এবারের পূজা মন্ডপ সেজে উঠছে মুম্বাইয়ের প্যাগোডা টেম্পেল বা বুদ্ধ মন্দিরের আদলে। যা নদিয়া জেলার মধ্যে সর্ববৃহৎ পূজা মন্ডপ বলে দাবি বারোয়ারি পূজা কমিটি উদ্যোক্তাদের। মন্ডপটির কাজ শুরু হয়েছে জন্মাষ্টমীর দিন থেকে।
এছাড়াও পূজাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এলাকাবাসীদের মনোরঞ্জনের দিকে নজর রেখে শ্রী দুর্গা কলোনী মংলা পাড়া জগধাত্রী পূজা বারোয়ারি কমিটির উদ্যোগে মন্ডপ প্রাঙ্গনে মেলা বসানোর ব্যবস্থা করা হয়েছে পূজা উদ্যোক্তাদের পক্ষ থেকে।
পাশাপাশি আলোকসজ্জা, মণ্ডপসজ্জা, বাজনা ছাড়াও পূজার দিনগুলিতে বিভিন্ন ধরনের সংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পূজা কমিটি।
কৃষ্ণনগর শ্রী দুর্গা কলোনী মংলা পাড়া বারোয়ারি কমিটির এবারের পূজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। রকমারি আলোকসজ্জা ছাড়াও মন্ডপসজ্জা ও প্রতিমার ক্ষেত্রে থাকছে বিশেষ আকর্ষণ। শ্রী দুর্গা কলোনী মংলা পাড়া বারোয়ারির প্রতিমা মহাকালী মাতা নামে পরিচিত। পূজার দিন প্রচুর পরিমাণে অলংকার দিয়ে প্রতিমাকে সাজিয়ে তোলা হয়।
প্রতিবছরই প্রতিমা দর্শন করতে কৃষ্ণনগর শহর ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা সহ জেলার বাইরে থেকেও বহু দর্শনার্থী ছুটে আসেন পূজা মন্ডপে। এবারেও একই ভাবে পূজা মন্ডপে অগনিত উৎসাহী দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে আশাবাদী পূজা উদ্যোক্তারা।