নিউজ ব্যুরো :: সংবাদ প্রবাহ :: কাঠমান্ডু :: শনিবার ৪,নভেম্বর :: অক্টোবর মাসে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত হয়েছিল পড়শি রাজ্য উত্তর সিকিম, এবার ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়ের কবলে নেপাল। লাগাতার এক মাসের মধ্যে তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। ফিরলো ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের দগদগে স্মৃতি। সেবার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৯০০০ মানুষ।
শুক্রবার রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলের তীব্রতা ৬.৪, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে দিল্লি উত্তরপ্রদেশ সহ আরো বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের আতঙ্কে প্রচুর মানুষ ঘরের বাইরে চলে আসে। প্রসঙ্গত জানা গেছে শুক্রবার রাত এগারোটা বেজে ৩২ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল।
ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৪ রিখটার স্কেল অনুযায়ী। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম ৩৩১ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। শক্তিশালী ভূমিকম্পে একাধিক বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। প্রচুর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। মৃতের সংখ্যা এখনো পর্যন্ত ১২৯ জনের।
পশ্চিম নেপালের অবস্থিত নালগাদের এলাকার ডেপুটি মেয়রেরও ভূমিকম্পের কারণে মৃত্যুর সংবাদ মিলেছে। নেপালের প্রধানমন্ত্রী এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চালু রয়েছে। প্রসঙ্গত ২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল প্রতিবেশী দেশ নেপাল, সেবারও বিস্তীর্ণ ক্ষয়ক্ষতি হয়েছিল নেপাল জুড়ে। প্রচুর মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই ভূমিকম্পের স্মৃতি আবারও ফিরলো।