নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: সোমবার ৬,নভেম্বর :: উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশান দেওয়ার নামে নগদ টাকা নেওয়া ও প্রতারণার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করলো পুলিশ। রবিবার বাঁকুড়া-২ ব্লকের সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের শ্যামদাসপুর গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, এদিন এক ব্যক্তি একটি রান্নার গ্যাস সরবরাহকারী ডিলারের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে উজ্জ্বলা যোজনা প্রকল্পে কানেকশান দেওয়ার নাম করে প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ ৫০ টাকা করে নিচ্ছিলেন। বিষয়টি গ্রামের কয়েক জনের সন্দেহ হওয়ায় ওই ব্যক্তির কাছে পরিচয়পত্র দেখতে চান। কিন্তু তিনি তা দেখাতে পারেননি।
একই সঙ্গে তার কথায় অসঙ্গতি দেখায় সন্দেহ আরো জোরালো হয়। অভিযুক্তকে গ্রামে আটকে রেখে খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা গরাই। তিনি বলেন, আমাদের কাছে কোন খবর ছিলনা।
উজ্বলা যোজনা প্রকল্পে কানেকশান নিতে উপভোক্তাকে কোন টাকা দিতে হয়না। এই ঘটনার সঙ্গে কোন প্রতারণাচক্র যুক্ত থাকতে পারে তিনি আশঙ্কা প্রকাশ করছেন বলে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাঁকুড়া সদর থানার পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানা গেছে।।