হুগলির মহানাদে একটি মদের ফ্যাক্টরিতে আয়কর দফতরের হানা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ২১,নভেম্বর ::  প্রায় ২০থেকে ২৫জনের আয়কর আধিকারিকের দল এই ফ্যাক্টরীতে আসে। সূত্রের খবর ২০০২ সালে এই ফেক্টারী তৈরি হয়েছে।।তখন থেকে ২০২৩ সাল পর্যন্ত যে সমস্ত কাগজ পত্র আছে তা খতিয়ে দেখা হবে।। কারণ এখানে নানা অভিযোগ উঠে আসছে এই কারখানার বিরুদ্ধে মূল মালিকানা থেকেও অনুমতি না নিয়েই কেনার অভিযোগ আছে ।
তিনি বারংবার মালিকপক্ষের সাথে দেখা করতে চেয়েছেন কিন্তু মালিক তার সাথে দেখা করার প্রয়োজন মনে করেন নি। আজ ভোর থেকে কারখানায় আয়কর  দপ্তরের লোকজন এসে হাজির হয় । সকালের শিফটে কাজ করতে আসা মহিলারা ভিতরে গেলে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং আয়কর দপ্তর লোকজন ভিতরে থাকায় তাদের বলা হয় যে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =