কুলপিতে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষ জখম তিন

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলপি  :: মঙ্গলবার ২১,নভেম্বর ::  জয়নগরের পর এবার উত্তপ্ত হয়ে উঠল কুলপি।আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার দৌলতাবাদ এলাকা। একে অপরের বিরুদ্ধে বোমাবাজি করার অভিযোগ। এই ঘটনায় গুরুতর জখম তিনজন। আহতদের কুলপি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ।
বর্তমানে এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয় কুলপি থানার বিরাট পুলিশ বাহিনী । স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার সূত্রপাত সোমবার রাতে । স্থানীয় একটি দোকান থেকে রাতে চা খেয়ে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক বাড়ি ফিরছিল। সেই সময় তাদের উদ্দ্যেশে কটুক্তি করে আইএসএফ কর্মী সমর্থকরা। এরফলে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়ে যায়।
এরপর দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এরপর মঙ্গলবার দুপুরে আবার নতুন করে শুরু হয় উত্তেজনা । হঠাৎ বোমের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। এলাকায় মুড়ি-মুড়কির মতন পড়তে থাকে বোমা। স্থানীয় সূত্রে খবর এই ঘটনায় আহত হয় তিনজন । বোমাবাজির ঘটনার খবর সামনে আসায় ঘটনাস্থলে পৌঁছায় কুলপি থানার বিরাট পুলিশ বাহিনী ।
তৃণমূল কর্মী সমর্থকদের দাবি আইএসএফ কর্মীরা তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থকের বাড়ি ভাঙচুরের পাশাপাশি তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে। এলাকায় দুই দলের কর্মী সমর্থকরা একে অপরের বিরুদ্ধে বোমাবাজি করার অভিযোগ তোলে। আইএসএফের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে আইএসএফের স্থানীয় নেতৃত্ব জানায় , জমি সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক বিবাদকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে তৃণমূল ।
এই ঘটনার সঙ্গে আইএসএফ জড়িত নয়। পুলিশ প্রশাসন গোটা বিষয় তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক। যদিও এই বিষয় তৃণমূলের স্থানীয় নেতৃত্ব তাদের দাবি, আইএসএফ কর্মী সমর্থকেরা ওই এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে বারংবার। রাতে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকদের দেখে কটুক্তি করে আইএসএস কর্মী সমর্থকরা। এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে। আইন আইনের পথে চলবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 15 =