নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বানপুর :: বুধবার ২২,নভেম্বর :: নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তের বানপুর পোড়ামাতলায় জগদ্ধাত্রী পূজোয় মেতেছে গ্রামের লোকজন। ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই পূজো আজও হয়ে আসছে রাজপুত বংশের উদ্যোগে। আর এই পূজোর মেতেছে অসংখ্য মহিলারা।
প্রাচীন এই ঐতিহাসিক ঐতিহ্যকে টিকিয়ে রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জগদ্ধাত্রী বন্দনায় মেতে উঠেছে বানপুরের স্থানীয় বাসিন্দারা। ভোগরাগ থেকে পুজোর ক্রিয়া কর্ম সমস্তটাই মহিলারা করেন। দেবীর আগমন থেকে বিসর্জন প্রতিটা ক্ষেত্রেই গ্রামের মহিলাদের বিশেষ ভূমিকা থাকে। আর তাই মহিলা পরিচালিত সীমান্ত ঘেঁষা বানপুরের এই জগদ্ধাত্রী পুজো নিয়ে মেতে উঠেছে গ্রামের মানুষজন।