সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: গ্যাংটক :: বৃহস্পতিবার ২৩,নভেম্বর :: পুজোর আগে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়েছিল সিকিম। একাধিক জনপদ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। পর্যটকদেরও তীব্র সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। বেশ কয়েকদিন সিকিমে পর্যটকদের যাতায়াত একেবারে নিষেধ ছিল। প্রাকৃতিক বিপর্যয় পরের থেকে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়।
ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে পরিস্থিতি। অক্টোবর মাসের মাঝামাঝি কিছু কিছু এলাকা খুলে দেওয়া হয়। প্রসঙ্গত সিকিম পর্যটন দপ্তর থেকে জানানো হয়েছে বর্তমানে পর্যটকরা সিকিমের যে কোন প্রান্তে যাতায়াত করতে পারবেন। উত্তর সিকিম থেকে আরম্ভ করে সিকিম জুড়ে যাতায়াতের ক্ষেত্রে পর্যটকদের আর কোন অসুবিধা নেই।
উল্লেখ্য শীতকালে সিকিমে পর্যটকদের ঢল নামে, বিশেষ করে বাঙালি পর্যটকদের কাছে উল্লেখযোগ্য ডেস্টিনেশন সিকিম। কাছাকাছি বরফ দেখতে সিকিমে পাড়ি দেন পর্যটকরা। গ্যাংটক, নাথুলা, ছাঙ্গু পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। ছাঙ্গু লেক দেখবার জন্য দূর-দূরান্ত থেকে প্রচুর পর্যটক এসে থাকে। ছাঙ্গু লেকে তুষারপাতের ঘটনা ঘটে শীতকালে, সিকিমের রাজধানী গ্যাংটক থেকে খুব একটা দূরে নয় ছাঙ্গু লেক।