সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: শুক্রবার ২৪,নভেম্বর :: তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করের খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাকি গ্রাম । গ্রামের একের পর এক বাড়িতে অগ্নি সংযোগের মতন ঘটনা ঘটেছে প্রাণভয়ে গ্রামের মহিলারা অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছে। সিপিএমের পর ত্রাণ নিয়ে জয়নগরের দলুয়া খাকি গ্রামে পৌঁছালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি এর পাশাপাশি। কার্যত ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সরকারকে এই ঘটনার জন্য দায়ী করেছে। বগটুইয়ের ধাঁচে পুড়িয়ে মারার ছক ছিল এমনটাই অভিযোগ করল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তিনি আরো বলেন, তৃণমূলের অভ্যন্তরী কলহের জেরে তৃণমূল নেতা খুন হয়েছে।
কিন্তু তৃণমূলের লোকেরা বেছে বেছে এই এলাকায় বিরোধী দলের লোকজনের ওপর হামলা করেছে। সম্পূর্ণ হামলা পরিকল্পনামাফিক করা হয়েছে। পেট্রোল দিয়ে এই গ্রামের মানুষজনদের পুড়িয়ে মারার পরিকল্পনা ছিল। আমি এই গ্রামের মহিলাদের কুর্নিশ জানাই যারা আগেভাগেই তাদের বাচ্চা নিয়ে অন্যত্র চলে গিয়েছে।