নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাসনাবাদ :: শনিবার ২৫,নভেম্বর :: টোটো রুটে চলবে না অটো, এমনই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন টোটো চালকরা। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার হাসনাবাদ বন বিবি সেতুর ঘটনা । টোটো চালকদের দাবি, অবৈধভাবে আইএনটিটিইউসির সংগঠন বিভিন্ন সময়ের টোটো যে রাস্তা গুলোতে চলে সেই রাস্তায় অটো রুট করে দিচ্ছে ।

এই বিষয়ে তারা হাসনাবাদ থানায়ও লিখিত অভিযোগ করেছে। বেশ এক ঘন্টার ওপরে এই হাসনাবাদ সেতু লাঘোয়ার জায়গায় পথ অবরুদ্ধ হয়ে যায় টোটো চালকদের বিক্ষোভে। তাদের দাবি ঘনঘন অবৈধভাবে অটোর রুট করে দেয় কি করে , প্রশাসন কেন সেদিকে কড়া নজর দিচ্ছে না ।