ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার পোস্টারে কালি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::  বাসন্তী  :: রবিবার ২৬,নভেম্বর ::    ক্যানিং পূর্বের  বিধায়ক সওকাত মোল্লার পোস্টারে কালি। কালি লাগানো এবং ছিঁড়ে দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার আইএসএফের। আইএসএফের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে পালটা অভিযোগ আইএসএফ নেতার। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বাসন্তী হাইওয়ের বালিগাদা মোড়ে এমএলএ কাপের জন্য ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার পোস্টার লাগানো গেট তৈরি করে উদ্যোক্তারা। ভাঙড় ও ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার গুরুত্বপূর্ণ মোড় গুলিতে লাগানো হয়েছে এই প্রচার গেট।
বালিগাদা মোড়ে থাকা প্রচার গেটে কে বা কারা রাতের অন্ধকারে কালো পোড়া মবিল সওকাত মোল্লার ব্যানারে দিয়ে দেয়। এমনকি বেশ কিছু জায়গায় ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনা প্রসঙ্গে এলাকার তৃণমূল কংগ্রেস নেতা আহছান মোল্লা বলেন পুলিশকে জানিয়েছি।
পুলিশ না পারলে আমরা ব্যবস্থা করে দেবো। আইএসএফ নেতা রাইনুর হক বলে এই কালচার আমাদের নয়। যে বা যারা করেছে পুলিশ তদন্তে করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। ঘটনা নিয়ে শওকাত মোল্লা বলেন, যারা আজ কালো ছিটিয়েছে আগামীদিন ভাঙড়ের মানুষ তাদের মুখে ঝামা ঘষে দেবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 4 =