কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৬,নভেম্বর :: মালদা জেলা প্রগতিশীল নুনিয়া সমাজের উদ্যোগে ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ নুনিয়া সমাজের ছাত্র / ছাত্রীদের সম্বর্ধনা ও সংবিধান দিবস জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার দুপুর বেলা হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের কৃষ্ণ নগর সমবায় সমিতি লজে ।

বঞ্চিত মুক্তি মোর্চা, বিহার ও ঝাড়খন্ড রাজ্য কিষানগঞ্জ,বিহার,আজকের সভাপতি অনিল কর্মকার এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা নেতৃত্ব হরিদাস কর্মকার,নিখিল দাস,অজিত কর্মকার, সন্তোষ দাস,জয়প্রকাশ মন্ডল, শিবু মন্ডল কৃষ্ণ, প্রণব দাস সহ আরো অনেকে।