নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: সোমবার ২৭,নভেম্বর :: ঠিক ১৫ বছর আগের ঘটনা, যার বিবরণ শুনলে আজও শিহরণ জাগে।২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের ইতিহাসে এক ভয়ঙ্করতম দিন ৷ এই দিনেই ঘটেছিল বাণিজ্য নগরী মুম্বাইতে জঙ্গি হামলা। সমগ্র ভারতবাসীকে স্তব্ধবাক করে দিয়েছিল ৷ ২০০৮ মুম্বই জঙ্গি হামলা ,যা সাধারণত ছাব্বিশে নভেম্বর বা ২৬/১১ নামে পরিচিত।
পাকিস্তান থেকে জলপথে অনুপ্রবেশকারী কয়েকজন ইসলামী জঙ্গি দ্বারা ভারতের বৃহত্তম শহর মুম্বইতে জঙ্গি হামলা চালানো হয়। তারা ধারাবাহিক গুলি চালায় , এছাড়া বোমা বিস্ফোরণের ঘটনা। এই হামলার জন্য যে সব জঙ্গিরা তথ্যসংগ্রহ করত, তারা পরে স্বীকার করে যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আই এস আই) তাদের মদত জোগাত। ২০০৮ সালের ২৬ নভেম্বর থেকে শুরু এই হামলা ২৯ নভেম্বর পর্যন্ত চলে। প্রচুর মানুষ হতাহত হন। সারা বিশ্বে এই ঘটনা তীব্রভাবে নিন্দিত হয়।
সন্ত্রাসীরা করাচি বন্দর থেকে যাত্রা শুরু করে। তারা গভীর সাগর পর্যন্ত একই জাহাজে যাত্রা করেছিল। এরপর তারা একটি ভারতীয় মাছ ধরার নৌকা ছিনতাই করে নেয়, এরপর মুম্বাই উপকূলে আসবার পর নাবিককে হত্যা করে।
মোট আটটি হামলা ঘটে দক্ষিণ মুম্বইয়ে। জায়গাগুলি হল — ছত্রপতি শিবাজী টার্মিনাস, ওবেরয় ট্রাইডেন্ট, তাজমহল টাওয়ার অফ প্যালেস, লিওপোল্ড ক্যাফে, ভিকাজি কামা হাসপাতাল (মহিলা ও শিশুদের হাসপাতাল), নরিম্যান হাউস, ইহুদি কমিউনিটি সেন্টার, মেট্রো অ্যাডল্যাবস, এবং টাইমস অফ ইন্ডিয়া ভবন ও সেন্ট জেভিয়ার্স কলেজের পিছনের একটি গলি। এই জঙ্গি হামলায় নিজের দেশকে বাঁচাতে গিয়ে শহীদ হন ১৮ জন বীর যোদ্ধা। তাদের প্রতি রইল সংবাদ প্রবাহের সশ্রদ্ধ প্রণাম।