নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়না :: মঙ্গলবার ২৮,নভেম্বর :: ক্ষণিকের মধ্যে পুড়ে গেল খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের অন্তর্গত ছোট বৈনান গ্রামে। গতকাল বাড়ির সকলে মিলে পূজোয় বসে ছিলেন সেই সময়ই আগুন লেগে যায় বাড়িতে। কিন্তু কি করে আগুন লেগে গেল সেই বিষয়ে কিছু বলতে পারছেন না বাড়ির লোকজন।
বাড়িটি পুড়ে যাওয়ার পর একেবারে সহায় সম্বলহীন অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। তবে গতকাল রাতে প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে তাদের সহযোগিতায় আশ্রয় নিয়েছিলেন বলে জানালেন সন্ধ্যা মন্ডল নামক ওই বাড়ির এক সদস্যা। দীর্ঘদিন ধরে বাড়ির জন্যেও আবেদন করেও বাড়ি পাননি বলে জানান ওই মহিলা।
তবে আগামী দিনে কি ব্যবস্থা হবে তাদের সেই নিয়ে আপাতত প্রশাসনই ভরসা। গতকাল রাত্রি সাড়ে আটটার সময় বাড়ি পুড়ে যাওয়ার খবর পেয়ে আজ ঘটনাস্থল পরিদর্শনে এলেন পঞ্চায়েত সমিতির এক সদস্য। প্রশাসনিক আধিকারিকরা এসেছিলেন গতকাল রাতে। আজ বিডিওর পক্ষ থেকে পরিদর্শনে আসবেন। প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন।