নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: শুক্রবার ০১,ডিসেম্বর :: বীরভূমের রামপুরহাটে আন্তর্জাতিক সংস্থা ‘অপারেশন স্মাইল’ এর তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে জন্মগত ঠোঁট ও তালু কাটা যেকোনো ব্যক্তি বা বয়সের রুগিদের ফ্রি সার্জারী ক্যাম্প করা হলো ।
রামপুরহাটের একটি বেসরকারি নার্সিংহোমে নার্সিং হোমে । এই শিবিরে উপস্থিত ৩১ জন রোগী তাদের মধ্যে ১৭ জন রোগীকে চিন্হিত করা হয়েছে এবং তাদের ঠোঁট,তালু এবং রাইনোপ্লাস্টি সার্জারী করার জন্য আগামী ৩ ডিসেম্বর সম্পূর্ণ নিখরচায় “অপারেশন স্মাইল” সংস্থার “দুর্গাপুর ক্লেফ্ট সেন্টার” আই.কিউ.সিটি সুপার স্পেসালিটি হসপিটালে নিয়ে যাওয়া হবে ।
যাতায়াত, থাকা, খাওয়া, অপারেশন, ঔষধ সবকিছু বিনামূল্যে। এছাড়াও ৭ জন বাচ্চাকে বিনামূল্যে নিউট্রেশন ফুড দেওয়া হয়। ‘কুশমোড় রুরাল হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট সোসাইটি’ এর সহোযোগিতায় শিবিরটি সম্পূর্ণ হয়।