নিখোঁজ পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের গ্রুপ ডি বিভাগের স্বাস্থ্যকর্মী ।

নিজস্ব সংবাদদাতা   :: সংবাদ প্রবাহ ::  পানিহাটি  :: শনিবার ০২,ডিসেম্বর ::  প্রতিদিনের মতো আজ সকাল ৯ টা নাগাদ কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে রওনা হয় বছর ৩২ এর যুবক সুদীপ রাজবংশী। পেশায় তিনি পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের গ্রুপ ডি বিভাগের স্বাস্থ্যকর্মী।  নিজের সংসার চালানোর জন্যে মাছের ব্যবসাও করতেন তিনি। অত্যন্ত কর্মঠ ছিলেন সুদীপ।
ঘোলা চৈতন্য নগরের বাসিন্দা  সুদীপ রাজবংশী। এলাকায় রঘু নামে পরিচিত সে। কাজে না আসায় হাসপাতাল থেকে বাড়িতে দুপুরে ফোন করতে জানা যায় আজ সুদীপ কাজেও অনুপস্থিত ছিলেন। তবে কোথায় গেছেন বা কি কারণে নিখোঁজ এই বিষয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দুশ্চিন্তায় সুদীপের গোটা পরিবার। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে ঘোলা থানায়।
সকাল ৯ টা নাগাদ বাড়িতে বেরোনোর পর থেকে সময় অতিক্রান্ত হলেও কোনো উত্তর মিলছে না সুদীপের। তারপরে রাত পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি ফেরেননি তিনি। সুদীপের ফোনের দুটি নাম্বারই বন্ধ বলছে। নেই কোন শত্রুতা, বাড়তি চাপ ও নেই, মানসিক অবসাদে ও ভুগছিলেন না তিনি এমনই প্রতিক্রিয়া পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের গ্রুপ ডি বিভাগের স্বাস্থ্যকর্মী সুদীপের পরিবারের। কোন ঝুট  ঝামেলায় জড়াতেন না তিনি।
বাড়ি এবং কাজের বাইরে তার আলাদা কোনো জগত ছিল না সুদীপের জীবনে।  তবে শুক্রবার সকাল থেকে হঠাৎই তার উধাও হয়ে যাওয়া নিয়ে উঠছে একাধিক প্রশ্ন, তাকে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পরিবার ও তার সহকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − four =