নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাসনাবাদ :: রবিবার ৩,ডিসেম্বর :: দিনের পাশাপাশি রাত্রিরেও অবরোধ বিক্ষোভ প্রতিবাদ তৃণমূল কর্মী সমর্থকদের, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া এলাকায়, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে তৃণমূল কর্মীর সমর্থকদের অবরোধ।

বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে এই আন্দোলন কর্মসূচি চলবে। বাংলার প্রতি বঞ্চনা যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি চলবে। ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাকও দিয়েছেন তৃণমূল কর্মীরা। হাসনাবাদ লেবুখালী রোড অবরোধ বিক্ষোভের ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে।