নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণ তার মধ্য থেকে লক্ষ্মীপুজো একটা অন্যতম ধন এবং ঐশ্বর্যের দেবী লক্ষ্মী তাই লক্ষ্মী পুজো পালিত হচ্ছে প্রতিটা বাঙালির ঘরে ঘরে ।কোতুলপুর এর খাঁ এবং ভদ্র বাড়ির লক্ষ্মীপূজো আলাদা একটা ঐতিহ্য আছে । কোতুলপুর এর মধ্যে সর্বপ্রথম এই খা এবং ভদ্র বাড়ির লক্ষ্মীপূজো অনুষ্ঠিত হয়েছিল আনুমানিক দেড়শো বছর আগে খা এবং ভদ্র বাড়ির মধ্যে সমন্বয় সাধন করতে শুরু হয়েছিল লক্ষ্মীপুজো ।
এই পূজাকে কেন্দ্র করে এক সময় যাত্রা পালা বাউল গান এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হত দূর-দূরান্তের মানুষও এই লক্ষ্মী পুজোতে মেতে উঠতো কটা দিন থাকতো খাওয়া-দাওয়ার ব্যবস্থা আজ সেসব কিছু অতীত ।পুজোর আড়ম্বরতা অনেকটাই কমে গেছে তবে পুজোতে খামতি রাখতে নারাজ এই দুই পরিবার ।সমস্ত রকম সরকারি বিধি নিষেধ কে মান্যতা দিয়ে অনুষ্ঠিত হচ্ছে কোতুলপুর খাঁ ও ভদ্র বাড়ির লক্ষ্মীপুজো । কর্মসূত্রে যারা বাইরে থাকেন তারাও এই পুজো কে কেন্দ্র করে বাড়িতে আসেন ।