স্বজন ও দলীয় কর্মী না দেখে ভ্যাকসিন এর ব্যবস্থায় খুশি বারুইপুর এর শংকরপুর দুনম্বর গ্রামপঞ্চায়েত এলাকার সকল মানুষজন ।।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::বারুইপুর :: মুখমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় অতি দ্রুততার সাথে সকল মানুষজনকে কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে । এরাজ্যে ভ্যাকসিন দেওয়ার পক্রিয়া কয়েকমাস আগে যখন শুরু হয় সেদিন থেকেই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে শুরু হয় । কিন্তু সেক্ষেত্রে প্রথম থেকেই সব অভিযোগের বাইরে থেকেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর বিধানসভার অন্তর্গত শংকরপুর দুনম্বর গ্রাম পঞ্চায়েত ।

ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কোনো স্বজন , অতিপরিচিত , দলীয় কর্মী না দেখে এলাকার প্রত্যেক মানুষজনের ভ্যাকসিন এর ব্যবস্থা করা হয়েছে । পঞ্চায়েত প্রধান বাবলু মন্ডল বলেন মহামারীকে রোখাই উদ্দেশ্য । তাই এই এলাকায় কোনো কিছুই না দেখে আপামোর মানুষজনের ভ্যাকসিনের কাজ চলছে । ইতিমধ্যেই প্রায় দশ হাজার জনকে ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে । পাশাপাশি এই গোটা সপ্তাহ ধরে চলবে ভ্যাকসিন দেওয়ার কাজ । আর এই বিশেষ উদ্যোগকে কে সাধুবাদ জানিয়েছে এলাকার সকল    মানুষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 4 =