সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: সোমবার ০৪,ডিসেম্বর :: গঙ্গাসাগর মেলার প্রাক্কালে গঙ্গাসাগরে রবিবার অনুষ্ঠিত হলো গঙ্গা আরতি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় আউটরামঘাট থেকে তিনি ঘোষণা করেছিলেন এ বছর পুণ্যার্থীদের জন্য গঙ্গাসাগরে মেলার সময় বেনারসের আদলে করা হবে গঙ্গা আরতি।
গঙ্গাসাগর মেলা ২০২৪ শুরু হতে চলেছে আগামী মাসের জানুয়ারি ১২ তারিখ থেকে। তার আগে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। রবিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনা গঙ্গাসাগরে গঙ্গা আরতি সাক্ষী থাকলেন কয়েক হাজার মানুষ। দেশে কুম্ভমেলার পরেই সবচেয়ে বড় মেলা হিসাবে চিহ্নিত হয়েছে গঙ্গাসাগর মেলা আর এই মেলাতে ঘিরে রাজ্য সরকারের আয়োজনে কোন প্রকার খামতি রাখতে চায় না জেলা প্রশাসন।
গঙ্গাসাগর মেলার সময় গঙ্গাসাগর কপিলমুনি মন্দির প্রাঙ্গণ দেশের বিভিন্ন প্রান্তের মানুষেরা ভিড় জমায় কার্যত মেলা কয়েকটা দিন মিনি ভারতবর্ষে পরিণত হয় গঙ্গাসাগর। আজ গঙ্গাসাগর মেলা গঙ্গা আরতির অপূর্ব দৃশ্য দেখতে রীতিমতন কয়েক হাজার মানুষ ভিড় জমিয়েছে, গঙ্গাসাগরে পবিত্র বেলাভূমিতে। পূর্বাঞ্চলিক সাংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এই দিনের এই গঙ্গা আরতির আয়োজন করা হয়।