নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ৫,ডিসেম্বর :: মাথাভাঙা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন রুনিবাড়ি এলাকায় বাপের বাড়িতে এসে ইলেক্ট্রিকের যন্ত্র ব্যবহার করে গরম জল করতে গিয়ে বিদ্যুতস্পিষ্ট হয়ে মৃত্যু হল এক গৃহবধূর।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে মৃত ওই গৃহবধূর নাম তাপসী বর্মন।বয়স আনুমানিক ২৮ বছর।প্রায় তিন মাস আগে দিনহাটার আম বাড়ি এলাকায় বিয়ে হয়।
জানা গেছে রুনিবাড়ি এলাকায় বাপের বাড়িতে এসে মঙ্গলবার সাতসকালে তাপসী বর্মন স্নান করার জন্য ইলেক্ট্রিকের যন্ত্র ব্যবহার করে গরম জল করার সময়ে অসাবধনতাবশত বিদ্যুতস্পিষ্ট হয়।বাড়ির লোকজন তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে তড়িঘড়ি নিশিগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠায়।পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্তে পুলিশ।