সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: মঙ্গলবার ৫,ডিসেম্বর :: মঙ্গলবার, বিকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল কিফের। উদ্বোধনী অনুষ্ঠানে কার্যত চাঁদের হাটের আসর। রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গান গেয়ে সূচনা হয় অনুষ্ঠানের।
অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। আজ ৫ ডিসেম্বর সূচনা হল ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের । বিশ্বে জুড়ে মানুষ মুখিয়ে থাকেন কিফের দিকে। এদিন মঙ্গলবার বিকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হয় কিফের। এদিন রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল গান’ গেয়ে সূচনা হয় অনুষ্ঠান।

গত ৭ সেপ্টেম্বর বিধানসভায় উক্ত গান সংক্রান্ত বিলটি পাশ হয়। বাংলার রাজ্য সঙ্গীত হিসেবে স্বীকৃতি লাভ করে বাংলার মাটি, বাংলার জল’। সোমবার, প্রথমবার আনুষ্ঠানিকভাবে রাজ্য সঙ্গীত হিসেবে গাওয়া হয় এই গানটি। সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার থেকে এই গান গাইলেই উঠে দাঁড়াতে হবে। তিনি আরো জানান “যেভাবে জাতীয় সঙ্গীত গাইলে আমরা যেভাবে উঠে দাঁড়াই, সেভাবে ‘বাংলার মাটি বাংলার জল’ গাইলেই উঠে দাঁড়াতে হবে। সম্মান করতে হবে।”

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা ‘এই পৃথিবী একটাই দেশ’- এই গানটির সাথে নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী পলক মুছল।
২৯ তম কিফে টলিউডের পাশাপাশি হাজির ছিলেন বলিউড তারকারাও। অতিথি আসনে দেখা যায় সলমন খান, সোনাক্ষী সিন্হা, মহেশ ভাট, অনিল কপুর, শত্রুঘ্ন সিন্হা, সৌরভ গঙ্গোপাধ্যায়রা। এদিন মঙ্গলবার সকালেই শহরে হাজির হন বলিউডের ভাইজান।মঞ্চে উপস্থিত ছিলেন ।