নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: বুধবার ০৬,ডিসেম্বর :: পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হল অন্য এক পুলিশ কর্মীর। ঘটনার পর ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার কালিগঞ্জ থানার দেবগ্রাম রাজ্য সড়কে। স্থানীয় সুত্রে খবর, মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়ে মায়ের ওষুধ আনতে যাচ্ছিল শেখ শামীম রেজ্জা নামে পুরুলিয়া জেলায় কর্মরত এক পুলিশ কর্মী।
সেই সময় কালিগঞ্জ থানার পুলিশের একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। ঘটনার পর পুলিশের গাড়ি করে ঘটনাস্থল থেকে পুলিশ কর্মীকে উদ্ধার করে দেবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ কর্মীর মৃত্যুর পর তার পরিজন ও স্থানীয় বাসিন্দারা পরিবারের একজনের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ শুরু করে। পরবর্তী সময়ে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয়। মৃত পুলিশকর্মীর দেহ আজ শক্তি নগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।