নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ০৬,ডিসেম্বর :: কোচবিহার ব্রাহ্ম মন্দির পরিদর্শনে আসলেন কোচবিহারের নতুন সদর মহকুমা শাসক। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের বড়বাবু জয়ন্ত চক্রবর্তী সহ দেবত্র ট্রাস্টবোর্ডের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে এবং ব্রাহ্ম মন্দির চত্বর পরিদর্শন করেন কোচবিহারের নতুন মহকুমা শাসক কুনাল বন্দোপাধ্যায়।
